দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি ১৫ অক্টোবর, ২০২৫, ১৫:২১:৪৮ NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। বগুড়া:বগুড়ার দুপচাঁচিয়ায় মালচিং পদ্ধতিতে আগাম টমেটো চাষ করে অভাবনীয় সাফল্য পাওয়ায় চাষীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন চাষী সবুজ মিয়া(২৫)। মালচিং হলো এমন একটি আধুনিক চাষাবাদ পদ্ধতি,যে পদ্ধতিতে চাষাবাদ করলে রোগ-বালাই থেকে মুক্ত থাকে। মালচিং পেপার হলো বিশেষ ধরনের পলি পেপার (পলিথিন)। বীজগুলি থেকে চারা গজানোর পর চারার স্থানগুলি থেকে মালচিং পেপার ছিঁড়ে দিতে হয়। যাতে করে চারাগুলি মাথা তুলে বড় হতে পারে।এতে পানি, সার, ওষুধ খরচ সাশ্রয়ী হওয়ায় উৎপাদন খরচ বহুলাংশে কমে যায়। ফলে ফলন হয় বেশি এবং গাছের জীবন দীর্ঘায়ু হয়।উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সেলিম হোসেন মিয়া ও উপ-সহকারী মোরসালিন প্রাং জানান, আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি...