নব্বই দশক থেকে এখন পর্যন্ত সমানভাবেই জনপ্রিয় রয়্যাল এনফিল্ড বাইক। সংস্থার জনপ্রিয় একটি বাইক হান্টার ৩৫০। সবচেয়ে হালকা এই বাইককে নতুন রূপে বাজারে আনতে চলেছে সংস্থা। এখন এটি একটি নতুন রং গ্রাফাইট গ্রে-এর বিকল্পে পাওয়া যাবে। এছাড়া আরও ৭টি রঙে পাওয়া যায় এই বাইকটি। রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০-এর নতুন গ্রাফাইট গ্রে রংটি মিড-ভ্যারিয়েন্টে পাওয়া যায়, যা ম্যাট ব্ল্যাক ফিনিশে আসে এবং স্পোর্টি লুকের জন্য নিয়ন হাইলাইট যুক্ত করা হয়েছে। এই নতুন রংটি অন্যান্য মিড-ভ্যারিয়েন্টের সঙ্গে একই এক্স-শোরুম মূল্যে উপলব্ধ। তরুণ গ্রাহকদের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে বাইকটির। নতুন রয়্যাল এনফিল্ড হান্টারে শুধু রং নয়, অনেক আধুনিক বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করা হয়েছে। যার মধ্যে আছে এলইডি হেডল্যাম্প, ট্রিপার নেভিগেশন পড এবং টাইপ-সি ইউএসবি চার্জিং পোর্ট। এছাড়াও সিটটি বেশি ঘনত্বের ফোম দিয়ে...