১৫ অক্টোবর ২০২৫, ০৩:৪৩ পিএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫, ০৩:৫৪ পিএম আজ সন্ধ্যায় রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজের স্বাক্ষরিত এক চিঠিতে এসব কথা বলা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, বৈঠকে অংশ নিতে প্রতিটি দলের দুজন প্রতিনিধির নাম বিকেল ৪টার মধ্যে কমিশনের কাছে পাঠানোর অনুরোধ করা হয়েছে। নির্ধারিত সময়ে পাওয়া প্রতিনিধিরাই শুধু বৈঠকে অংশ নেবেন। যমুনায় ইলিশ অভিযানে গিয়ে নদীতে পরে গেলো আনসার সদস্যের অস্ত্র ব্যারিকেড ভেঙে শাহবাগে এমপিওভুক্ত শিক্ষকরা, যানজটে ভোগান্তিতে জনসাধারণ সরকারকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে গণতন্ত্র বিরোধীরা: শামসুজ্জামান দুদু গ্রামীণফোনের জিপি শিল্ডের সাথে নাভানা ফার্মাসিউটিক্যালসের কর্পোরেট পার্টনারশিপ...