বেশিরভাগ বাড়িতেই এখন স্মার্ট ইলেকট্রিক মিটার রয়েছে। কিন্তু কখনও কি মনোযোগ দিয়ে দেখেছেন মিটারের ছোট একটি লাল বাতি জ্বলছে? দিনের বেলায় হয়তো তা চোখে ধরা পড়ে না, কিন্তু সন্ধ্যার অন্ধকারে স্পষ্ট দেখা যায় এই লাল আলো। বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলি বলছে, এই লাল বাতি নির্দেশ করে মিটারটি ঠিকমতো কাজ করছে। মিটার সঠিকভাবে চললে লাল আলো জ্বলে থাকে; বন্ধ হলে তা সমস্যা সংকেত হিসেবে ধরা হয়। কিন্তু বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী, এই ছোট্ট আলো জ্বালাতেও বিদ্যুৎ খরচ হয়—মাসে প্রায় ১ ইউনিট, যার মান আনুমানিক ৮ টাকা। যদি ভাবেন, মাত্র ৮ টাকা বড় কিছু নয়—তাহলেও এর প্রভাব বিস্তৃত। আপনার পাড়া বা অ্যাপার্টমেন্টে ঠিক এমন হাজার হাজার মিটার রয়েছে। প্রতিটি মিটার থেকে ৮ টাকা করে নেওয়া হলে সংখ্যাটি কোটি কোটি টাকায় পৌঁছে যায়। এটি শুধুই...