কোলাহলপূর্ণ ও ব্যস্ত নগরজীবনে কিছু কিছু জায়গা আজও আছে; যেখানে ক্লান্ত মানুষ খুঁজে পায় স্বস্তি আর ভিন্নরকম অনুভূতি। তেমনই একটি স্থান উত্তরার বাউনিয়ার দলিপাড়া। যেখানে খুব কাছ থেকেই দেখা যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে। একের পর এক উড়োজাহাজ যখন মাথার ওপর দিয়ে ওঠা-নামা করে; তখন সত্যিই অনন্য লাগে। বিকেল নামলেই বদলে যেতে শুরু করে দলিপাড়ার চেহারা। এলাকায় ছড়িয়ে পড়ে উৎসবমুখর পরিবেশ। যেখানে আসেন বিভিন্ন বয়সের মানুষ—কেউ পরিবারের হাত ধরে, কেউ বন্ধুদের নিয়ে আড্ডা দিতে, কেউবা একাকী, কাঁধে ক্যামেরা ঝুলিয়ে, শুধুই বিশেষ কোনো মুহূর্তকে ফ্রেমবন্দি করার আশায়। প্রতি পাঁচ-দশ মিনিট পরপর বিশালদেহী উড়োজাহাজ ঠিক মাথার ওপর দিয়ে গর্জন করতে করতে এগিয়ে আসে। উড়োজাহাজের নিচ দিয়ে যখন ছায়া পড়ে মানুষের মাথার ওপর, তখন বাতাসে মৃদু কম্পন অনুভূত হয়। সেই মুহূর্তে শিশুরা...