নিজের এই বিশেষ দিনের অনুভূতি জানাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ (১৫ অক্টোবর) একটি আবেগঘন পোস্ট দিয়েছেন অপু বিশ্বাস। সেখানে তিনি অকপটে স্বীকার করেছেন, তার ফ্যান, বন্ধুরা যার যার অবস্থানে কেক কেটেছেন। সেই আনন্দের মুহূর্তগুলো তার সঙ্গে ভাগ করে নিয়েছেন। অপু বিশ্বাস তার পোস্টে লিখেছেন, ‘অবিশ্বাস্য এক ভালোবাসা! ১১ অক্টোবর আমার জন্মদিনে সশরীরে না এসেও আপনারা যে উষ্ণতা দেখালেন তা সত্যিই বিরল। আমার সকল ফ্যান, বন্ধুরা এবং প্রিয় সাংবাদিক ভাই-বোনেরা দেশের নানা প্রান্তে থেকে কেক কেটেছেন। আমি আনন্দিত।’ তিনি আরও লিখেছেন, ‘দূরত্ব আজ কোনো বাধাই নয়! আপনাদের এই সম্মিলিত ভার্চুয়াল উদযাপন প্রমাণ করে, আমাদের বন্ধন কতটা দৃঢ়। আপনাদের পাঠানো সেই সব ছবিগুলোই আজ আমার কৃতজ্ঞতার প্রতিচ্ছবি।’ শেষে অপু বিশ্বাস লিখেছেন, ‘আপনাদের এই আন্তরিকতাই আমার সবচেয়ে বড় শক্তি ও অনুপ্রেরণা। এই বিশেষ...