বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে অতীতের মতো একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হবে, যার ফলশ্রুতিতে আবারও ফ্যাসিস্ট শক্তির উত্থান ঘটবে। জাতি আর কোনো ফ্যাসিস্ট শাসন দেখতে চায় না। তিনি আরও বলেন, আমরা চাই প্রতিটি ভোটারের ভোটের মূল্যায়ন হোক। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে মনোনয়ন বাণিজ্য, রাজনীতিতে পেশীশক্তির ব্যবহার ও রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ হবে। নতুন ধারার রাজনীতির চর্চা শুরু হবে, যা জাতিকে একটি কল্যাণ রাষ্ট্র উপহার দিতে সক্ষম হবে। বুধবার (১৫ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনাপাড়া থানা উদ্যোগে আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈঠকটি অনুষ্ঠিত হয় ৬৪ নম্বর ওয়ার্ডের মোমেনবাগ ও বাগিচা এলাকার স্থানীয়দের সঙ্গে। সভার মূল প্রতিপাদ্য ছিল—‘আধুনিক, নিরাপদ,...