ঢাকায় নিরাপদ ও জনবান্ধব স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে একজোট হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের তরুণ নেতাকর্মীরা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের পাশে অবস্থিত গণশৌচাগারটি দ্রুত সংস্কার, মেরামত ও রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন তারা। বুধবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে ‘ঢাকা শহরে জনবান্ধব স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতে বহুদলীয় উদ্যোগ’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চার মাসব্যাপী ‘ইয়াং লিডারস ফেলোশিপ প্রোগ্রাম’-এর অংশ হিসেবে এ উদ্যোগে অংশ নেন বিভিন্ন দলের তরুণ নেতাকর্মীরা। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, গত ১৪ অগাস্ট ২২৪ জন নাগরিকের স্বাক্ষরসহ একটি স্মারকলিপি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকের কাছে জমা দেন তারা। স্মারকলিপি জমা দেওয়ার পর দুই মাস পার হলেও এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব দ্যুতি অরণ্য চৌধুরী...