•ফিগমা, অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, স্কেচসহ ডিজাইন টুল ব্যবহারে দক্ষ হতে হবে।•ব্যবহারকারী গবেষণা (ইন্টারভিউ বা সার্ভে) পরিচালনার অভিজ্ঞতা।•পুরো ১৩ সপ্তাহ পূর্ণকালীন কাজের জন্য উপস্থিত থাকতে হবে।সুবিধা•বেতনসহ ইন্টার্নশিপ, তাই আর্থিক দুশ্চিন্তা কম।•আন্তর্জাতিক পরিবেশে পেশাগত দক্ষতা বৃদ্ধির সুযোগ।•লন্ডন বা মিউনিখে কাজের স্থান বেছে নেওয়ার সুযোগ।•গুগলের প্রকল্পে বাস্তব অভিজ্ঞতা, উদ্ভাবনী ডিজাইন ও ব্যবহারবান্ধব পণ্য তৈরির দক্ষতা অর্জন।আবেদনের প্রয়োজনীয় কাগজপত্রজীবনবৃত্তান্ত (সিভি)অফিসিয়াল বা আনঅফিশিয়াল ট্রান্সক্রিপ্ট (ইংরেজিতে)আবেদন যেভাবে:এখানে ক্লিক করে বিস্তারিত তথ্য জেনে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।আবেদনের শেষ তারিখ:২৪ অক্টোবর ২০২৫। গুগল আবেদনগুলো রোলিং ভিত্তিতে যাচাই করবে, তাই শিক্ষার্থীদের দ্রুত আবেদন করার পরামর্শ দেয়া হয়েছে।নিউজজি/এস আর •ব্যবহারকারী গবেষণা (ইন্টারভিউ বা সার্ভে) পরিচালনার অভিজ্ঞতা।•পুরো ১৩ সপ্তাহ পূর্ণকালীন কাজের জন্য উপস্থিত থাকতে হবে।সুবিধা•বেতনসহ ইন্টার্নশিপ, তাই আর্থিক দুশ্চিন্তা কম।•আন্তর্জাতিক পরিবেশে পেশাগত দক্ষতা বৃদ্ধির সুযোগ।•লন্ডন বা মিউনিখে কাজের স্থান বেছে নেওয়ার...