প্রয়াত বলিউডের খ্যাতিমান অভিনেতা পঙ্কজ ধীর। বুধবার (১৫ অক্টোবর) নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৬৮ বছর। বি আর চোপড়ার ‘মহাভারত’-এর কর্ণ চরিত্রে তার অভিনয় এখনও দর্শকমনে গেঁথে আছে। ভারতীয় গণমাধ্যমগুলোর খবর, দীর্ঘ দিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন পঙ্কজ। ধীরে ধীরে সেরেও উঠেছিলেন। কিন্তু মাসকয়েক আগে আবার তার অবস্থার অবনতি হয়। আজ বিকাল সাড়ে ৪টা নাগাদ মুম্বাইয়ে তার শেষকৃত্য সম্পন্ন হবে। বি আর চোপড়ার ‘মহাভারত’ তাকে বিশেষ খ্যাতি এনে দিলেও অজস্র হিন্দি ছবিতে অভিনয় করেছেন পঙ্কজ। কাজ করেছেন হিন্দি...