আরব আমিরাতে আফগানিস্তানকে টি-টুয়েন্টি সিরিজে হোয়াটওয়াশ করে ওয়ানডে সিরিজে উল্টো হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের দলকে শেষ ম্যাচে ২০০ রানের বড় ব্যবধানে হারায় আফগান দল। পরে অধিনায়ক মিরাজ বলেছেন, সিরিজ হারার দায় কাঁধে নিচ্ছেন। তিন ম্যাচ সিরিজে দুই ম্যাচ হেরে আগেই সিরিজ খোয়ায় বাংলাদেশ। টাইগাররা মান রক্ষার লড়াইয়ে শেষ ম্যাচে আফগানদের দেয়া ২৯৪ রানের লক্ষ্যে নেমে গুটিয়ে যায় ৯৩ রানে। ব্যাটিং ধস ও ব্যাটারদের ব্যর্থতা নিয়ে কথা বলেছেন মিরাজ। বলেছেন, ‘অধিনায়ক হিসেবে আমি চাই, ব্যাটারদের মানসিকভাবে শক্তিশালী হতে। যদিও আশা করছি না এটা রাতারাতি হয়ে যাবে। কোচিং স্টাফরাও খেলোয়াড়দের সাহায্য করছে মানসিক উন্নতির জন্য। অধিনায়ক হিসেবে আমারও করা উচিত।’ ‘দলের বাইরে আমাদের তেমন হাতে খেলোয়াড়...