একদিন আগে ইউটিউবে অবমুক্ত হওয়া থাম্মা সিনেমার আইটেম সং ‘পয়জন বেবি’তে অভিনেত্রী রাশমিকা মন্দানার সঙ্গে মালাইকা অরোরার উদ্দাম নাচে ক্ষুব্ধ অনেক নেটিজেন। বিশেষ করে ঘোর আপত্তি জানিয়েছে মালাইকার ছেলে আরহান খান। সেই আইটেম গান প্রসঙ্গে মালাইকা বলেন, আমার ছেলে ‘পয়জন বেবি’ দেখেছে। ও তো সমালোচনা করতে ছাড়ে না। সোজা বলেছে, তুমি এ রকম নাচতে পার না। আরহানকে নিয়ে বক্তব্য জানানোর পরেই যদিও বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন তিনি। অভিনেত্রী জানিয়েছেন, ছেলে এভাবেই তার সঙ্গে ঠাট্টা করেন। মায়ের মতো আরহানও খুব ভালো নাচতে পারেন, গর্বের সঙ্গে জানিয়েছেন মালাইকা অরোরা। মা-ছেলে বাড়িতে থাকলে ‘মুন্নি বদনাম হুই’ চালিয়ে একসঙ্গে নাচেন। মায়ের এই গুণ ছেলে পেয়েছেন, তাতে বেজায় খুশি...