
বর্তমানে অনলাইনে বিনোদনের অন্যতম জনপ্রিয় মাধ্যম ইউটিউব। এখানে শুধু ভিডিও দেখা নয়, বরং নিজস্ব চ্যানেল খুলে কনটেন্ট তৈরি করে আয় করছেন অনেকেই। তবে নিয়মিত মানসম্মত ভিডিও প্রকাশ করার পরও অনেকের চ্যানেল কাঙ্ক্ষিত জনপ্রিয়তা পায় না। বিশেষজ্ঞদের মতে, কিছু নির্দিষ্ট কৌশল অনুসরণ করলে খুব দ্রুতই ইউটিউব চ্যানেল জনপ্রিয় করা সম্ভব। নিচে ইউটিউব চ্যানেল দ্রুত জনপ্রিয় করার আটটি কার্যকর উপায় তুলে ধরা হলো— ১. আকর্ষণীয় থাম্বনেইল তৈরি করুনদর্শকের প্রথম নজর পড়ে থাম্বনেইলে। তাই ভিডিওর বিষয়বস্তু অনুযায়ী রঙিন ও স্পষ্ট ছবি ব্যবহার করুন, সঙ্গে গাঢ় অক্ষরে সংক্ষিপ্ত টেক্সট যোগ করুন। এতে ভিডিওর প্রতি দর্শকের আগ্রহ বাড়ে। ২. শুরুর ১০ সেকেন্ডে দর্শককে ধরে রাখুনভিডিওর প্রথম কয়েক সেকেন্ডই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুরুতেই চমকপ্রদ বা আকর্ষণীয় কিছু তুলে ধরলে দর্শক পুরো ভিডিও দেখতে আগ্রহী হন। ভিডিওর শুরু,...