অপরাধে ডুবে থাকা বিরলপুরে একের পর এক খুনের ঘটনা ও গোয়েন্দা তদন্তের গল্পে ওয়েব সিরিজ ‘গিরগিটি’ বানানো হয়েছে। রাহাত মেহেদী হকের গল্পে ‘গিরগিটি’ ওয়েব সিরিজের চিত্রনাট্য লিখেছেন জ্যোতির্ময় রায়। পরিচালনা করেছেন লস্কর নিয়াজ মাহমুদ। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গে দেখা যাবে পাঁচ পর্বের ওয়েব সিরিজটি। বিজ্ঞপ্তিতে বঙ্গ জানিয়েছে, ১৬ অক্টোবর প্রচারে আসছে ‘গিরগিটি’। সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, নাদের চৌধুরী, আশীষ খন্দকার, মোহনা মীম, গোলাম ফরিদা ছন্দা, মিলন ভট্টাচার্য, শরীফ সিরাজসহ অনেকে। সিরিজের চিত্রনাট্যে দেখানো হয়েছে শান্ত-নিরিবিলি শহর বিরলপুর এখন রক্তাক্ত অন্ধকারে ঢাকা। মাদক ও অবৈধ ব্যবসায় ডুবে থাকা শহরটির নিয়ন্ত্রণ চৌধুরী নামের এক ব্যক্তির হাতে, যিনি ক্ষমতার আড়ালে লুকিয়ে চালান অপরাধের সাম্রাজ্য। শহরে হঠাৎ একের পর এক খুন হতে শুরু করে। খুনের তদন্তে নামে...