চিন্তা নেই, খুব সহজ কিছু ঘরোয়া টোটকা থাকল এখানে, যেগুলো দিয়ে ঝামেলা ছাড়াই দেয়াল থেকে দাগ মুছে ফেলতে পারবেন।চলুন এক নজরে ঘরোয়া টোটকাগুলো দেখে নিই।বেকিং সোডারান্নাঘরের তেলচিটে দেয়াল হোক বা বাচ্চার আঁকা মোম রঙের দাগ—সব কিছুতেই কাজে আসে বেকিং সোডা। একটু বেকিং সোডা পানিতে মিশিয়ে একটি পরিষ্কার কাপড়ে নিয়ে দাগের ওপর আলতো করে ঘষুন। দারুণ কাজ দেবে!ওজন কমাতে খেতে হবে যেসব সহজলভ্য সবজিটুথপেস্ট (নন-জেল)সাদা রঙের সাধারণ টুথপেস্ট (জেল নয়) একটা নরম ব্রাশে লাগিয়ে দাগের ওপর হালকা হাতে ঘষে নিন। তারপর ভেজা তোয়ালে দিয়ে মুছে ফেলুন। দেখবেন, দেয়াল একদম ঝকঝকে হয়ে গেছে।হালকা তরল সাবানঅনেক সময় বেশি শক্তিশালী ক্লিনার দেয়ালের রং নষ্ট করে দিতে পারে। তাই এক বালতি গরম জলে কিছুটা বাসন ধোয়ার তরল সাবান মিশিয়ে নিন। এবার একটি নরম কাপড় সেই...