১৫ অক্টোবর ২০২৫, ০২:৪৭ পিএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫, ০২:৪৭ পিএম নওগাঁর এক প্রত্যন্ত গ্রামে থাকেন জাহানারা খাতুন। তিন সন্তান আর স্বামীকে নিয়ে ছোট্ট সংসার তার। কিন্তু ছোট সংসারেই অভাব-অনটন লেগেই থাকত সব সময়। ছেলেমেদের পড়াশোনা করাতে পারতেন না ঠিকমত। তাই, জাহানারা সব সময় চেয়েছেন নিজের পায়ে দাঁড়িয়ে পরিবারকে দারিদ্র্যের শিকল থেকে মুক্ত থেকে করতে।তবে, গ্রামাঞ্চলের মেয়ে হয়ে ব্যবসা শুরু করা খুব সহজ কাজ নয়। সমাজের বাঁকা চোখ, পরিবারের মধ্যে নানা অনিশ্চয়তা ও সঠিক দিক-নির্দেশনার অভাবসহ নানা প্রযুক্তিগত সীমাবদ্ধতা সামনে এসে হাজির হয়। তবে, সামাজিক বাধার চেয়ে যখন সংসারের প্রতিদিনের ঝামেলা বড় হয়ে দাঁড়ায়, তখনই মানুষ সাহসী হয়ে নতুনভাবে জীবনকে সাজানোর চেষ্টা করে। একদিন গ্রামের স্থানীয় এক এনজিওর নারী উদ্যোক্তা প্রশিক্ষণ প্রোগ্রামে অংশ নেন তিনি। সেখান থেকে জাহানারা ধারণা...