বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দিতে গিয়ে ভুল হতেই পারে—ইচ্ছায় হোক বা অনিচ্ছায়। অনেক সময় করের হিসাব, ছাড় বা রেয়াতের অঙ্ক নির্ধারণে ভুল হয়ে যায়। আবার অনেকে কর নিয়ে ভয় বা বিভ্রান্তিতে থাকেন, ফলে ভুল ধরা পড়ে পরে। কিন্তু চিন্তার কিছু নেই। আপনি রিটার্ন জমা দেওয়ার পরও সেটি সংশোধন করতে পারবেন। আইন অনুযায়ী করদাতার কাছে ভুল বুঝতে পারলে তা সংশোধনের অধিকার রয়েছে। রিটার্নে তিন ধরনের ভুল সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে—১️⃣ আয়ের হিসাবের ভুল — প্রদর্শিত আয় ভুলভাবে উল্লেখ হলে।২️⃣ কর রেয়াত বা ছাড়ের ভুল — যেসব ক্ষেত্রে কর অব্যাহতি বা ক্রেডিটের হিসাব ভুল হয়।৩️⃣ অন্যান্য যৌক্তিক ভুল — যেমন সংখ্যা বা হিসাবের ত্রুটি, যেগুলোর পক্ষে যৌক্তিক কারণ রয়েছে। সব রিটার্নেই সংশোধন করা যায় না। তিনটি নির্দিষ্ট ক্ষেত্রে এটি নিষিদ্ধ—১️⃣...