প্রত্যেকদিন এবং প্রতিটি মুহূর্ত মানুষের জন্য ঘটনাবহুল। কখনো সুখ, কখনো দুঃখ, কখনো হাসি-কান্না—এমন সব ঘটনাপ্রবাহের মধ্যেই কাটে সময়। কখনো এমন পরিস্থিতি আসে যা আমাদের জন্য মেনে নেওয়া কষ্টকর। মনে হয় অন্যের জীবন আমার থেকেও সহজ। আমার ক্ষেত্রেই এমন বা এসব হচ্ছে কেন! এমন সব ভাবনা ও কষ্টকর পরিস্থিতি ভেতরে ভেতরে আমাদের মানসিক সাহস কমিয়ে দেয় ও মনোবল ভেঙে দেয়। এই পরিস্থিতিগুলোতে আমাদের আল্লাহর ওপর ভরসা রাখা উচিত এবং মনে করা উচিত পরিস্থিতি যত খারাপই হোক না কেন তা কেটে যাবে। খারাপ সময়ের পর আল্লাহ তায়ালা ভালো সময় দেখাবেন। মানুষের সান্ত্বনার জন্য কোরআন ও হাদিসে বিভিন্ন বাণী রয়েছে, এমন থেকে উপকার অর্জন করা যেতে পারে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন : যখন তোমাদের কেউ এমন ব্যক্তিকে দেখে যাকে মাল-সম্পদে, স্বাস্থ্য-সামর্থ্যে অধিক দেওয়া হয়েছে,...