পড়াশোনা করে যে গাড়িঘোড়া চড়ে সে, এই কথা শুনে আমরা যারা বড় হয়েছি, তারা বড় হওয়ার পরে বুঝতে পেরেছি, সবক্ষেত্রে এই কথা প্রযোজ্য নয়, সব কালেও নয়। কারণ আমরা দেখেছি পড়াশোনা কম করেও শ্রম ও মেধা খাটিয়ে অনেকেই সাফল্য করেছেন। অনেকেই ব্যবসা করে বড় হয়েছেন। যাক সে কথা, ফিরে আসি বর্তমানে পড়াশোনা ও চাকরির বাজার প্রসঙ্গে। বর্তমান ব্যবস্থায় শিক্ষার সাথে বেকারত্বের অদ্ভুত একটা বিপরীত সম্পর্ক রয়েছে, আর সেই সম্পর্ক ইতিবাচক দিক থেকে নয়। শিক্ষা বাড়লেই যে ছেলেমেয়েরা চাকরি পাচ্ছেন, তা কিন্তু নয়, আমরা তা দেখছি না। অর্থনীতিবিদরা বলেন, যারা প্রাতিষ্ঠানিক শিক্ষায় ১১ বছর কিংবা তারচেয়ে বেশি সময় কাটিয়েছেন, সেসব শিক্ষিত যুবকদের মধ্যে বেকারত্ব বেশি। নারীদের মধ্যে যারা প্রাতিষ্ঠানিক শিক্ষায় ৯ বছরের বেশি কাটিয়েছেন, তাদের মধ্যেও বেকারত্বের হার উচ্চ। কেন এমন...