ইউরোপ থেকে প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করলো ইংল্যান্ড। মঙ্গলবার দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে লাটভিয়াকে ৫-০ গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ইংলিশরা। ম্যাচে জোড়া গোল করে আবারও নায়ক হ্যারি কেইন, আর কোচ থমাস টুখেল পেলেন ইংল্যান্ডকে প্রথম ইউরোপীয় দল হিসেবে বিশ্বকাপে তোলার গৌরব। ইনজুরি থেকে ফিরেই দারুণ ফর্মে থাকা হ্যারি কেইন প্রথমার্ধেই দুটি গোল করে বসেন। এই দুই গোলের সুবাদে তার আন্তর্জাতিক গোলসংখ্যা দাঁড়ালো ৭৬টি, যা তাকে ইংল্যান্ড ইতিহাসের অন্যতম সেরা গোলদাতার আসনে আরও মজবুত করল। অ্যান্থনি গর্ডন ম্যাচের ২৬তম মিনিটে অসাধারণ এক ফিনিশে ইংল্যান্ডকে এগিয়ে দেন। জন স্টোনসের পাসে বল পেয়ে গর্ডন এক ডিফেন্ডারকে কাটিয়ে নিচু শটে বল পাঠান জালের নিচের কোণ দিয়ে— ইংল্যান্ড ১-০। প্রথমার্ধের শেষ দিকে ইংল্যান্ডের অধিনায়ক কেইন দারুণ এক লং শটে ২-০ করেন, এরপর...