গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির নেতা-কর্মীদের বড় অংশ আত্মগোপনে বা দেশ ছেড়ে পালিয়ে গেলেও দ্বাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের হুইপ মাশরাফি বিন মুর্তজা দেশে থেকেই আত্মগোপনে আছেন বলে খবর। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের এক মন্তব্যে নতুন করে আলোচনায় এসেছেন এই ক্রিকেট তারকা। আসিফ মাহমুদ ধারণা করছেন, মাশরাফি তার পূর্বের রাজনৈতিক অবস্থান থেকে সরে এসেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে কথা বলতে গিয়ে মাশরাফি বিন মুর্তজার প্রসঙ্গ তোলেন। সাকিব আল হাসানকে দেশে খেলার সুযোগ না দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানান, সাকিবের বিরুদ্ধে শেয়ার মার্কেটে কেলেঙ্কারি, ফিন্যানশিয়াল ফ্রড নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর মামলা এবং তার পরিবারের বিরুদ্ধে হত্যা মামলার মতো একাধিক গুরুতর...