আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর দলের হতাশাজনক পারফরম্যান্সের কারণ হিসেবে বারবার করা ভুলের পুনরাবৃত্তিকেই দায়ী করলেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। তার মতে, দল ভুল থেকে শিক্ষা নিচ্ছে না এবং ক্রিকেটারদের মধ্যে দায়িত্ব নেওয়ার প্রবণতা কম, যা বারবার ডোবাচ্ছে দলকে। এক সাক্ষাৎকারে মিরাজ বলেন, ‘আমরা প্রতিটি হার থেকে শিখছি না। যেভাবে উন্নতি করা দরকার, সেভাবে হচ্ছে না। আমাদের কিছু জায়গায় ঘাটতি আছে, কিন্তু এই ক্রিকেটারদের নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে’। তিনি আরও যোগ করেন, ‘ফলাফল দেখে মনে হতে পারে আমরা খুবই খারাপ দল, কিন্তু আসলে তা নয়। আমাদের শুধু ভুলগুলো শুধরে উন্নতি করতে হবে’। আফগানিস্তানের বিপক্ষে শেষ দুটি ওয়ানডেতে বাংলাদেশ ৩০ ওভারও ব্যাট করতে পারেনি। দ্বিতীয় ম্যাচে ২৮.৩ ওভারে ১০৯ রানে অলআউট হওয়ার পর শেষ ম্যাচে বাংলাদেশ গুটিয়ে যায়...