গণতন্ত্রের সবচেয়ে বড় সৌন্দর্য হলো জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসা। কিন্তু যদি সেই ম্যান্ডেট ব্যক্তি নয়, দল বা প্রতীকের হাতে ন্যস্ত হয়, তাহলে গণতন্ত্রের প্রাণভোমরা ‘জনগণের প্রত্যক্ষ প্রতিনিধিত্ব’ কোথায় দাঁড়ায়? বাংলাদেশের রাজনীতিতে সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (PR) বা আনুপাতিক নির্বাচন পদ্ধতি, যেখানে ভোটাররা কোনো নির্দিষ্ট প্রার্থীকে নয়, বরং একটি রাজনৈতিক দল বা প্রতীকে ভোট দেন। পদ্ধতিটি নতুন নয়; ইউরোপের অনেক দেশেই এটি সফলভাবে চলছে। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা ও প্রশাসনিক সংস্কৃতির সঙ্গে এটি কতটা খাপ খাবে, সেই প্রশ্ন এখন বিশেষজ্ঞ থেকে শুরু করে রাজনৈতিক মহলে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। পিআর কীভাবে কাজ করে :বর্তমান ফার্স্ট পাস্ট দ্য পোস্ট (FPTP) পদ্ধতিতে জনগণ প্রত্যেক আসনে সরাসরি প্রার্থীকে ভোট দেন। বিজয়ী প্রার্থী সংসদে জনগণের প্রতিনিধিত্ব করেন। কিন্তু পিআর ব্যবস্থায় প্রতিটি...