সেখানে নিভৃতেই কাটছে তার দিনগুলো। দু চারজন পরিচিত মানুষ দেখা করতে যান। তাদের সঙ্গে কথা বলেন। এর ফাঁকে কোরআন পাঠ করেই সময় কাটাচ্ছেন তিনি। তার পরিবার সূত্রে এই তথ্য জানা গেল। ‘বেদের মেয়ে জোছনা’ খ্যাত এই অভিনেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই দেশ-বিদেশের অসংখ্য অনুরাগী তার দ্রুত আরোগ্য কামনা করছেন। সম্প্রতি নির্মাতা জাফর ফিরোজ ভিডিও কলে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে কথা বলেছেন। নিজের সেই অভিজ্ঞতা ফেসবুকে শেয়ার করে তিনি লিখেছেন, ‘আজকে (সোমবার) ভিডিও কলে কাঞ্চন ভাইকে দেখেই মনটা ভরে গেল। অসুস্থতার কারণে অনেক সময় আপনজনদের চিনতে ভুল করেন, কিন্তু দেশকে ভুলেননি। সময় পেলেই কোরআন পড়ছেন আর দেশের টেলিভিশন চ্যানেলে সংবাদ দেখছেন। এটাকেই বলে প্রকৃত দেশপ্রেম, যেখানে অসুস্থতার মধ্যেও মাটির টান মলিন হয় না।’ জাফর ফিরোজ আরও লেখেন, ‘আসুন, আমরা সবাই...