ত্রয়োদশ সংসদ নির্বাচনের অপেক্ষায় গোটা দেশ। ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের যাতাকলে যারা ভোট দিতে কেন্দ্রে যেতে পারেননি তারা অধীর আগ্রহে রয়েছে ভোট উৎসবে অংশ নেওয়ার। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার কথা বলছে সরকার ও নির্বাচন কমিশন। তবে প্রশাসনে কোনো একটি দলের লোকদের প্রাধান্য দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠছে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। বিএনপি অভিযোগ করেছে, প্রশাসন ও ভোট সংক্রান্ত কাজে একটি বিশেষ দলের লোকদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল তৈরিতেও পক্ষপাত করা হচ্ছে। বিএনপি নেতারা মনে করছেন, ভোটগ্রহণকারী কর্মকর্তা হিসেবে যাদের নিয়োগ করা হচ্ছে সেখানে জামায়াতের আধিক্য রয়েছে, এতে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে দলটি। সোমবার রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন দলটির নেতারা। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন...