যুক্তরাষ্ট্রের দক্ষিণে রয়েছে গোপন ও রহস্যময় স্থান ‘এরিয়া ৫১’ । এখানে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর বিভিন্ন এয়ারক্রাফট ও ওয়েপন সিস্টেম নিয়েই পরীক্ষানিরীক্ষা চালানো হয়। ‘এরিয়া ৫১’ সম্পর্কে কোনো সঠিক তথ্য পাওয়া যায় না বলে- এ নিয়ে নানা রকম কন্সপিরেসি থিওরি তৈরি হয়েছে। যে থিওরিগুলো আপনাকে চমকে দেবে। কন্সপিরেসি থিওরি—একআরো পড়ুন:ভেনেজুয়েলার উপকূলে নৌকায় ফের মার্কিন হামলা, নিহত ৬গাজা চুক্তির ‘দ্বিতীয় পর্যায়’ শুরুর ঘোষণা দিলেন ট্রাম্প ভেনেজুয়েলার উপকূলে নৌকায় ফের মার্কিন হামলা, নিহত ৬ গাজা চুক্তির ‘দ্বিতীয় পর্যায়’ শুরুর ঘোষণা দিলেন ট্রাম্প ১৯৮৯ সালের কথা। বব লাজার নামের এক ব্যক্তি দাবী করে বসেন যে, তিনি কিছুদিনের জন্য ‘এরিয়া ৫১’ এর অংশ হিসেবে কাজ করেছিলেন। প্রজেক্টের নাম এস-৪। এখানে কর্মীদের এমন এক বাসে করে নেওয়া হয়েছিলো, যাতে বাইরের কোনো দৃশ্য না দেখা যায়, এবং...