বিশেষজ্ঞদের মতে, পুরনো বা অপ্রয়োজনীয় গুগল অ্যাকাউন্ট বন্ধ করা নিরাপত্তার দিক থেকেও গুরুত্বপূর্ণ হতে পারে। কেউ হয়তো আর সেই অ্যাকাউন্টটি ব্যবহার করছেন না, নতুন একটি অ্যাকাউন্ট খুলেছেন, অথবা হ্যাকিংয়ের আশঙ্কা রয়েছে—এমন নানা কারণেই ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্ট ডিলিট করতে পারেন। তবে সতর্ক থাকতে হবে, কারণ গুগল অ্যাকাউন্ট মুছে ফেললে সেই অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত সমস্ত কনটেন্ট—যেমন YouTube, Google Play-এর অ্যাপ, মুভি, গেমস, মিউজিকসহ অন্যান্য তথ্য—চিরতরে হারিয়ে যাবে। ১. ওয়েব ব্রাউজারে গিয়ে https://myaccount.google.com/খুলুন।২. বাম দিকের মেনু থেকে “Data & personalization”-এ ক্লিক করুন।৩. নিচের দিকে স্ক্রল করে “Download, delete, or make a plan for your data” অপশনটি খুঁজে বের করুন।৪. সেখানে গিয়ে “Delete a service or your account”-এ ক্লিক করুন।৫. এরপর “Delete...