তবে অনেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহারে কিছু ভুল করে থাকেন। যা তারা বেশিরভাগ সময় না বুঝেই করে ফেলেন। ফলে পরবর্তিতে জেল জরিমানা সহ নানান ঝামেলায় পড়েন। তাই ভুল করেও হোয়াটসঅ্যাপে করবেন না এই ভুলগুলো। জেনে নিন এই মেসেজ অ্যাপে কী করা উচিত নয়। মানুষ হোয়াটসঅ্যাপে প্রচুর নথি শেয়ার করেন। তবে কারো জাতীয় পরিচয় পত্র, পাসপোর্ট বা অন্যান্য সরকারি নথির জাল কপি তৈরি এবং শেয়ার করা এবং জালিয়াতি করার জন্য এটি ব্যবহার করা অপরাধ। এর ফলে ব্যাংকিং পরিচয়পত্র ও অন্যান্য বিষয়ে সরাসরি জালিয়াতির অভিযোগে গ্রেফাতারও করা হতে পারে। তাই কোনো নথির ফটোকপি নেওয়ার সময় সতর্ক থাকুন। যদি আপনার কোনো সন্দেহ থাকে, তাহলে অনলাইন কর্তৃপক্ষের সঙ্গে নথির সত্যতা যাচাই করুন। যদি কিছু জাল বলে মনে হয়, তবে তা একেবারেই শেয়ার করবেন না। মানুষ প্রায়ই...