ইউরোপীয় অঞ্চল থেকে বিশ্বকাপ বাছাইয়ের লড়াইটা জমে উঠেছে। প্রথম দল হিসেবে ইংল্যান্ড নিশ্চিত করেছে ২০২৬ বিশ্বকাপের টিকিট। স্পেনও গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) বুলগেরিয়াকে ৪-০ গোলে হারিয়ে সরাসরি জায়গা করে নেওয়ার কাছাকাছি। তবে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ান ইতালিও তাদের আশাটা জিইয়ে রেখেছে ইসরায়েলকে ৩-০ গোলে হারিয়ে। কিন্তু তাদের সামনে সমীকরণটা বেশ কঠিন। বিশ্বকাপ ফুটবলের সর্বশেষ দুই আসরে খেলা হয়নি ইতালির। এবারের আসরেও শঙ্কা রয়েছে সরাসরি টিকিট না পাওয়ার, কিন্তু স্বপ্ন এখনো একেবারে ফুরিয়ে যায়নি গেন্নারো গাত্তুসোর দলের। বাস্তবতা বলছে, সেই স্বপ্ন পূরণে তাদের শুধু নিজেদের কাজটুকু করলেই হবে না, তাকিয়ে থাকতে হবে প্রতিপক্ষের ফলাফলের দিকেও। গতকাল উদিনেসে গ্রুপ ‘আই’-এর ম্যাচে ইসরায়েলকে ৩-০ গোলে হারিয়েছে ইতালি। যদিও মাঠের পারফরম্যান্স ছিল অনেকটাই নিষ্প্রভ। জয়ে স্কোরলাইন যতটা একতরফা, মাঠে তারা ততটা প্রভাব বিস্তার করতে পারেনি।...