সবচেয়ে বড় কথা হচ্ছে শুধু উন্নয়নের পরিসংখ্যান নয়, পরিবার থেকেই শুরু করতে হবে নারীর প্রতি যথাযথ সম্মান। তাদের কাজের সহায়তায় পুরুষ সদস্যদের এগিয়ে আসতে হবে। এতে নিজেকে এগিয়ে নিতে নারীরা আরও সাহস পাবে।গ্রামীণ নারীরা কেবল সমাজের পেছনের গল্প নন, তারা সামনের কাহিনির নায়িকা। তাদের অবদানকে স্বীকৃতি দেওয়া মানে শুধু কৃতজ্ঞতা প্রকাশ নয় এটি ন্যায্যতার দাবি, এটি মানবতার দাবি। যেদিন প্রতিটি নারী নিজের শ্রম, জ্ঞান ও মর্যাদার মূল্য...