টানা তৃতীয়বারের মত কী তাহলে বিশ্বকাপে খেলা হবে না ইতালির? যদিও এখনও নিশ্চিত হয়নি বিষয়টা। আরও সুযোগ সামনে রয়েছে তাদের। তবে, নিজেদের বিশ্বকাপ নিশ্চিত না হলেও ইতালিয়ানরা মঙ্গলবার রাতে বিশ্বকাপ বাছাই পর্ব থেকে বিদায় নিশ্চিত করে ফেলেছে ইসরায়েলের, ৩-০ গোলের জয় দিয়ে। এই জয়ে নিজেদের বিশ্বকাপে খেলার সম্ভাবনা এখনও টিকিয়ে রেখেছে আজ্জুরিরা। প্রায় ২৫ হাজার আসনবিশিষ্ট উদিনের স্টাদিও ফ্রিউলিতে মাত্র ৯ হাজার দর্শকের উপস্থিতিতে ম্যাচটি অনুষ্ঠিত হয়। মাতেও রেতেগুই ছিলেন ম্যাচের নায়ক, যিনি করেন জোড়া গোল— প্রথমটি প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে এবং দ্বিতীয়টি ৭৪তম মিনিটে এক দারুণ কার্লিং শটে। জিয়ানলুকা মানচিনি ইনজুরি টাইমে হেডে গোল করে জয় নিশ্চিত করেন। প্রথমার্ধে কিছুটা এগিয়ে ছিল ইসরায়েলই। তাই বারিবোর পাসে ম্যানর সলোমন একটি জোরালো শট নেন, যা ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা অবিশ্বাস্য...