আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (রাকসু) শিক্ষার্থীদের দীর্ঘ প্রতিক্ষার পর দোরগোড়ায় এসে পৌঁছেছে। নির্বাচনের তারিখ নিয়ে বিভিন্ন দ্বিধা-দ্বন্দ্বের পর সর্বশেষ ১৬ তারিখ নির্বাচন হবে বলে নির্বাচন কমিশন নিশ্চিত করেছে। এ নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে রাকসুর নতুন আমেজ তৈরি হয়েছে। আমরা রাকসুর আমেজকে চলমান রাখতে শিক্ষার্থীদের মাঝে পৌঁছানোর চেষ্টা করছি। শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ও দেখা-সাক্ষাৎ করতে গিয়ে আমরা যথেষ্ট সাড়া পেয়েছি। তবে রাজনৈতিক দলগুলো বাদে আমরা যারা স্বতন্ত্র প্রার্থী, স্বতন্ত্র প্যানেলে যারা প্রতিদ্বন্দ্বিতা করছি সেটা আমাদের জন্য একটু বড় চ্যালেঞ্জের বিষয়। আমরা সব শিক্ষার্থীদের মাঝে এখনো পৌঁছাতে পারিনি এ কারণে, বিভিন্ন আর্থিক সীমাবদ্ধতা আমাদের আছে; যেখানে অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদের অর্থের ভালো উৎস থাকার কারণে ভালোভাবে প্রচারণার নতুন নতুন আইডিয়া নিয়ে শিক্ষার্থীদের মাঝে পৌঁছানোর চেষ্টা করছে। এ প্রতিবন্ধকতার মধ্য দিয়ে...