আপনি যদি ইতোমধ্যে ভোটার নিবন্ধনের সময় ছবি ও আঙুলের ছাপ দিয়ে থাকেন, কিন্তু এখনো হাতে কার্ড না পান, তাহলে অনলাইনেই সহজে আপনার ভোটার আইডি ডাউনলোড করতে পারবেন। নিচে ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটি দেওয়া হলো— প্রথমে জাতীয় পরিচয়পত্র সেবার অফিসিয়াল ওয়েবসাইটে যান:https://services.nidw.gov.bd/nid-pub/ ওয়েবসাইটে গিয়ে “রেজিস্টার” বাটনে ক্লিক করুন।এরপর আপনার ফরম নম্বর (এর আগে লিখতে হবেNIDFN) অথবা এসএমএসে পাওয়া আইডি নম্বর, জন্মতারিখ ও ভেরিফিকেশন নম্বর দিয়ে “সাবমিট” করুন। পরবর্তী ধাপে আপনার বর্তমান ও স্থায়ী ঠিকানা লিখুন।তারপর নিবন্ধনের সময় ব্যবহৃত মোবাইল নম্বরে একটি OTP কোড পাঠানো হবে। সেই কোডটি দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।যদি আগের নম্বরটি আর ব্যবহার না করেন, তাহলে “মোবাইল পরিবর্তন” অপশন থেকে নতুন নম্বর যুক্ত করতে পারেন। রেজিস্ট্রেশন শেষ...