বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দয়া করে দেশটাকে বাঁচান, আর বিভাজন সৃষ্টি করবেন না। নতুন করে দাবি-দাওয়া তুলে আন্দোলন করে আর নির্বাচন পেছানোর চেষ্টা করবেন না।’ আজ বুধবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া বটতলায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ‘দেশের মানুষ পিআর বোঝে না। পিআর হচ্ছে এমন একটি ব্যবস্থা যেখানে প্রার্থীকে নয়, দলকে ভোট প্রদান করতে হবে। সাধারণ মানুষ যদি তার প্রার্থীর কাছে না যেতে পারে, তার প্রার্থীকে না চিনতে পারে তাহলে? সাধারণ মানুষ পিআর বোঝে না, আমরাও বুঝি না।’ তিনি আরও বলেন, ‘আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব। কিন্তু ১৫ বছর সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এখন সুযোগ সৃষ্টি হয়েছে ভোট প্রদানের সুযোগও সৃষ্টি করতে...