খবর টি পড়েছেন :২৫২লিওনেল মেসির রেকর্ডের রাতে পুয়ের্তো রিকোকে গোলবন্যায় ভাসিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে লিওনেল স্কালোনির দল ৬-০ গোলের বিশাল ব্যবধানে জয় পেয়েছে। ম্যাচে জোড়া গোল করেছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও লাউতারো মার্টিনেজ। তবে গোল না পেলেও ২টি অ্যাসিস্ট করে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ অ্যাসিস্টের মালিক এখন লিওনেল মেসি। ১৫ অক্টোবর বুধবার ইন্টার মায়ামির চেনা মাঠ চেজ স্টেডিয়ামে শুরু থেকেই প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়ে আর্জেন্টিনা। ম্যাচের ১৪ মিনিটে ম্যাক অ্যালিস্টারের গোলে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা। ২৩ মিনিটে মেসির পাস থেকে গনসালো মন্তিয়েল এবং ৩৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ম্যাক অ্যালিস্টার প্রথমার্ধেই দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন।দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা অব্যাহত রাখে আর্জেন্টিনা। ৬৪ মিনিটে একটি আত্মঘাতী গোলে ব্যবধান আরও বাড়ে। এরপরই মঞ্চে আসেন মেসি। বদলি হিসেবে নামা...