ঢাকা: ক্যামেরার কাজ সাধারণত সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে ধরে রাখা—এটা আমরা সবাই জানি। কিন্তু আধুনিক প্রযুক্তির অগ্রগতিতে ক্যামেরার সেই সীমিত ভূমিকা এখন বদলে যাচ্ছে। চীনের বিজ্ঞানীরা সম্প্রতি এমন এক ক্যামেরা তৈরি করেছেন, যা শুধু ছবি তোলে না, বরং মানুষের মতো চিন্তাভাবনা করতেও সক্ষম। শুনতে অবিশ্বাস্য লাগলেও, এই ক্যামেরা বাস্তবেই মানুষের মতো বিশ্লেষণ করতে পারে—যা কৃত্রিম বুদ্ধিমত্তার এক যুগান্তকারী উদাহরণ।তারা তৈরি করেছেন এমন এক অনন্য প্রযুক্তি, যার নাম ব্রেইন ইন্সপায়ার্ড ভিশন চিপ( Brain-Inspired Vision Chip)। মানে এমন এক বুদ্ধিমান চোখ, যা মেশিনকে শুধু দেখতে নয়, বোঝতেও শেখায়। এটা যেন মানুষের চোখ আর মস্তিষ্ক, দু’টো একসাথে কাজ করছে এক ছোট্ট চিপের মধ্যে। মানুষের চোখ যেমন চারপাশ দেখে, মস্তিষ্ক সঙ্গে সঙ্গে সেই দৃশ্যের অর্থ বোঝে এই চিপও ঠিক তেমনভাবেই কাজ করে। কোনো দৃশ্য ক্যামেরায়...