২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে বাজে পারফরম্যান্সের পর এখনো গাণিতিকভাবে বিশ্বকাপে খেলার সম্ভাবনা টিকে আছে সান মারিনোর। ২০২৪-২৫ সালের নেশন্স লিগে অভাবনীয় সাফল্যের কারণেই এমন সম্ভাবনা টিকে আছে ফিফা র্যাংকিংয়ের সবচেয়ে তলানিতে থাকা দলটির সামনে।ফিফা র্যাংকিংয়ে ২১০তম এবং সর্বশেষ স্থানে থাকা সান মারিনো বিশ্বকাপের ইউরোপীয় বাছাইপর্বে গ্রুপ ‘এইচ’-এর সাতটি ম্যাচেই হেরে গ্রুপের তলানিতে রয়েছে। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ রোমানিয়া। তবে বিশ্বকাপ বাছাইপর্ব শুরুর আগে অনুষ্ঠিত নেশন্স লিগে গ্রুপ ডি১-এ শীর্ষে থেকে টুর্নামেন্ট শেষ করে সান মারিনো। আর এর কারণেই প্লে-অফের মাধ্যমে বিশ্বকাপে খেলার সুযোগ টিকে রয়েছে দলটির সামনে।২০২৬ ফুটবল বিশ্বকাপে ইউরোপ থেকে ১৬টি দেশ অংশ নেবে। এর মধ্যে বাছাইপর্বের ১২টি গ্রুপের চ্যাম্পিয়নরা সরাসরি মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। প্রতিটি গ্রুপের রানার্সআপদের সঙ্গে প্লে-অফে যোগ দেবে সে চারটি দল, যারা নেশন্স লিগে...