রাজশাহী বিশ্ববিদ্যাল কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভোটারদের ভোট প্রদানে জালিয়াতির কোনো সুযোগ নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বুধবার (১৫ অক্টোবর) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন্দ। ভোটে কারচুপির শঙ্কা রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ভোট কারচুপি রোধে আমরা শুধু অমোছনীয় কালির ওপর নির্ভর করছি না। আমরা একটি থ্রি-ডি লেভেলের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা শিক্ষার্থীদের আইডিকার্ডের সত্যতা যাচাই করবো। শুধু আইডিকার্ড হলেই হবে না, শিক্ষার্থীদের ভোটার আইডির জন্য একটি ইউনিক আইডি দেওয়া হয়েছে, সেটি যাচাই করবো। তারপর তার ছবিযুক্ত ভোটার আইডির ছবির সঙ্গে মিলিয়ে তার পরিচয় নিশ্চিত হবো। পরিচয় নিশ্চিত হওয়ার বিষয়ে কোনো ধরনের সন্দেহ হলে আমাদের এটি বিশেষ গোপনীয় কিউআর কোড আছে। সেটি যাচাই করবো। এটিকে...