চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনেওএমআরে ভোট গণনা হবে, অযথা সময় নষ্ট হবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. কামাল উদ্দিন (প্রশাসন)।বুধবার (১৫ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ ইয়াহইয়া আখতারের সঙ্গে ভোটকেন্দ্র পরিদর্শনের সময় বিজ্ঞান অনুষদে তিনি এ কথা বলেন।কামাল উদ্দিন আরও বলেন, ওএমআরে ভোট গণনা হবে, অযথা সময় নষ্ট হবে না। যত তাড়াতাড়ি সম্ভব ফল ঘোষণার চেষ্টা করা হবে।এ সময় আরও উপস্থিত ছিলেন সহ-উপাচার্য শামীম উদ্দিন খানও (শিক্ষা)। তারা ভোট গ্রহণের দায়িত্বে থাকা শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।চাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের রিহার্সাল হিসেবে বিবেচিত হবে : চবি উপাচার্যএর আগে, এদিন সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন উপলক্ষে ব্রিফিং করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ ইয়াহইয়া আখতার। এ সময় তিনি...