ওয়ানডে সিরিজে আফগানিস্তানের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশ। সিরিজে ব্যাটিং ছিল যাচ্ছেতাই। সর্বশেষ তৃতীয় ওয়ানডেতে ২০০ রানের ব্যবধানে পরাজয়ের পর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ স্বীকার করেছেন, বাংলাদেশের ওয়ানডে দল এমন এক নাজুক অবস্থায় রয়েছে। সেখান থেকে উত্তরণে এখন তাদের প্রথম লক্ষ্যই হয়ে দাঁড়িয়েছে পুরো ৫০ ওভার ব্যাটিং করা। শেষ ওয়ানডেতে বাংলাদেশ ২৭.১ ওভারে গুটিয়ে যায় মাত্র ৯৩ রানে। এর আগের ম্যাচেও দল অলআউট হয়েছিল ২৮.৩ ওভারে ১০৯ রানে। দুটি ইনিংসে প্রায় একই ছকে ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে। টপ অর্ডার ছিল ব্যর্থ, কেবল সাইফ হাসান কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। এরপর রশিদ খানের ঘূর্ণিতে ধসে পড়ে ব্যাটিং লাইন। মঙ্গলবারের ম্যাচে ২১ বছর বয়সী পেসার বিলাল সামিও যোগ দেন উইকেট উৎসবে। তুলে নেন ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট। এই সপ্তাহেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে...