সার্চ ফলাফলে স্পনসর্ড বা বিজ্ঞাপন দেখানোর পদ্ধতিতে পরিবর্তন আনছে গুগল। নতুন পদ্ধতিতে বিজ্ঞাপনকে একদিকে যেমন সহজে দেখা যাবে আবার অন্যদিকে সহজে এড়িয়েও যাওয়া যাবে– এমনভাবে তৈরি করছে কোম্পানিটি। ব্যবহারকারীরা যাতে সহজে চিনতে পারে এজন্য বিভিন্ন বিজ্ঞাপনকে এখন আরও স্পষ্টভাবে নির্দিষ্ট এক অংশে গুচ্ছ আকারে দেখাবে মার্কিন সার্চ জায়ান্টটি, যেখানে ব্যবহারকারীরা চাইলে এক ক্লিকে সব স্পনসর্ড ফলাফল লুকাতে পারবেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট। এখন থেকে সার্চ পেজে থাকা সব টেক্সট বিজ্ঞাপন একসঙ্গে ‘স্পনসর্ড রেজাল্টস’ নামের এক আলাদা অংশে দেখানো হবে, যা থাকবে স্ক্রিনের একেবারে উপরের অংশে। গুগল বলেছে, নতুন পদ্ধতিতে বিজ্ঞাপনের আকার অপরিবর্তিত থাকবে এবং একসঙ্গে চারটির বেশি বিজ্ঞাপন কখনও দেখানো হবে না। ক্যাহারকারী যখন বিজ্ঞাপন অংশটি স্ক্রল করে নিচে চলে যাবেন তখন একটি বাটনে ক্লিক করে সব...