দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া, যাকে সবাই ‘রিপন ভিডিও’ নামে চেনেন, সাম্প্রতিক সময়ে নিজের পারিবারিক ইস্যু নিয়ে ব্যাপক আলোচনায়। একাধিক গণমাধ্যমে তার পারিবারিক সম্পর্ক নিয়ে খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানান সমালোচনা ও ট্রল। তবে এই কঠিন সময়ে রিপনের পাশে দাঁড়িয়েছেন কনটেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি রিপনের প্রতি সহমর্মিতা প্রকাশ করে বলেন, “আমি যা বলি, দিন শেষে সেটাই ঠিক হয়। অভিজ্ঞতা ছাড়া কথা বলি না। যান, এবার রিপন মিয়ার কাছে ক্ষমা চান।” স্বপন আরও লেখেন, “যে ছেলেটির সঙ্গে কনটেন্ট বানিয়ে ভিউ ব্যবসা করলেন, তার বিপদে পড়ে সবাই মজা নিচ্ছেন। কারণ, ভেবেছেন সে শিক্ষিত না, তাই আর উঠে দাঁড়াতে পারবে না। কিন্তু মনে রাখবেন, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, আর সম্মান নেওয়ার...