চবি উপাচার্য বলেন, ‘প্রচারণার সময় চমৎকার পরিবেশ বজায় ছিল, কাউকে কোনো বাধা দেওয়া হয়নি। সবাই কোড অব কনডাক্ট মেনে অংশ নিয়েছে। চাকসু, হল ও হোস্টেল সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরির পাশাপাশি রিহার্সাল হিসেবেও কাজ করবে।’ তিনি আরও বলেন, ‘আমরা শিক্ষার্থীদের সুবিধা বিবেচনায় রেখেই পুরো প্রক্রিয়া সাজিয়েছি। পোলিং এজেন্টরা যেন নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারে, তা নিশ্চিত করা হয়েছে। ক্রস চিহ্নের পরিবর্তে বৃত্ত ভরাটের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে কোনো জটিলতা না হয়।’ এবারের নির্বাচনে অংশ নিচ্ছে মোট ১৩টি প্যানেল। এর মধ্যে রয়েছে- ছাত্রদল, ছাত্রশিবির, স্বতন্ত্র, বাম, বৈচিত্র্য ঐক্য, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস, ইসলামী ছাত্র আন্দোলন, ও সুফীপন্থি শিক্ষার্থীদের ‘অহিংস শিক্ষার্থী ঐক্য’। নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় গড়ে তোলা...