‘কর্মের ফলে গ্যাড়াকলে’—এমন শিরোনামে প্রকাশ পেয়েছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকির নতুন ফ্ল্যাশ ফিকশন ‘গ্যাড়াকল’র পোস্টার। ধারণা করা যায়, কর্ম ও তার ফল নিয়েই এই ফিকশনের কাহিনি। পোস্টারে দেখা যায় তিনজনকে, তাঁদের কেন্দ্রে রয়েছেন অভনেত্রী সামিরা খান মাহি। তাঁর সঙ্গে বিশেষ ভঙ্গিতে ইন্তেখাব দিনার। আর ইন্তেখাব দিনারের দিকে তাকিয়ে আছেন আবু হুরায়রা তানভীর। কিছুটা আবেদন আর রহস্যের মিশ্রণ রয়েছে পোস্টারে। গতকাল মঙ্গলবার প্রকাশ পেয়েছে গ্যাড়াকল’র ট্রেলার। সেখানে নানা দৃশ্য আর সংলাপে উঠে এসেছে ক্যাম্পাস, জাস্টিস (ন্যায়বিচার), ভালোবাসা এবং ভুল মানুষকে ভালোবাসার মতো বিষয়। ‘সত্য ততোটুকু সত্য নয়, যতটা চোখে দেখা যায়’—এমন একটি সংলাপ দিয়ে শুরু হয় ট্রেলারটি। এমন নানান কিছু নিয়ে এগিয়েছে ফ্ল্যাশ ফিকশনটি। এটি নির্মাণ করেছেন নবীন নির্মাতা রাকায়েত রাব্বি। তিনি জানান, গ্যাড়াকল’র গল্প তাঁর আশপাশের ঘটনা থেকেই নেওয়া। গল্পটি...