বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা ও আরবাজ খান দম্পতির একমাত্র ছেলে আরহান খান। এ দম্পতি এখন আলাদা। তাদের বিচ্ছেদ হয়েছে। ছেলে মা অভিনেত্রী মালাইকার সঙ্গে থাকেন। অন্যদিকে অভিনেতা আরবাজ খান দ্বিতীয় বিয়ে করেছেন। ৫৮-তে দ্বিতীয়বার বাবা হলেন অভিনেতা। ২২ বছরের ছেলে আরহান খান হাসিমুখে গিয়ে সদ্যোজাত বোনকে দেখে এসেছেন। এদিকে একদিন আগে মুক্তি পেয়েছে মায়ের আইটেম গানের নাচ ‘পয়জন বেবি’। ‘থাম্মা’ সিনেমার সেই নাচ দেখে আবার নীতিপুলিশি মালাইকা অরোরার ছেলে আরহান খানের। মালাইকা নিজেই সাংবাদিকদের এ কথা বলেছেন। সদ্য মুক্তি পেয়েছে রাশমিকা মান্দানা অভিনীত ‘থাম্মা’র বিশেষ নাচের দৃশ্য। সাংবাদিকদের সামনে রাশমিকার সঙ্গে মালাইকাও ‘পারফর্ম’ করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই আইটেম গান প্রসঙ্গে মালাইকা বলেন, আমার ছেলে ‘পয়জন বেবি’ দেখেছে। ও তো সমালোচনা করতে ছাড়ে না। সটান বলেছে— তুমি এ রকমও নাচতে...