বলিউডের জনপ্রিয় ঠোঁটকাটা অভিনেত্রী কঙ্গনা রানাউত রাজনীতিতে এসেই ‘জয়’ পেয়েছিলেন। কিন্তু রাজনীতি এখন সেই ভাবে আর উপভোগ করতে পারছেন না তিনি। এর আগে নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী। আবার একবার সেই একই ইঙ্গিত দিলেন তিনি। সম্প্রতি বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপী পদত্যাগ করার ইচ্ছাপ্রকাশ করে বলেন, আমি কখনই আমার চলচ্চিত্রদুনিয়া ছেড়ে মন্ত্রী হতে চাইনি। যেসব রাজনীতিবিদ মানুষের কল্যাণের জন্য কাজ করছেন, তাদের অন্য পেশায় সমানভাবে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া উচিত বলেও মনে করেন কঙ্গনা। তিনি বলেন, রাজনীতি এমন একটা পেশা, যার পথ খুব অমসৃণ। এখানে তেমন পারিশ্রমিকও নেই। বহু রকমের খরচ রয়েছে। আর শিল্পীরা এর মধ্যে নিজেদের কাজেও যদি সময়টা ব্যয় করেন, তাদের নিয়ে আবার মশকরা করা হয়। আরও পড়ুনআরও পড়ুনএমন দৃশ্যে অভিনয় করতে আমি ভয় পেতাম: সোনম অন্য...