বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার বুকলেট নিয়ে গ্রামে গ্রামে ছুটে চলেছেন রাজশাহীর বাগমারা উপজেলা বিএনপির সদস্য সচিব কামাল হোসেন। লোকজনের হাতে বুকলেট পৌঁছে দেওয়া ছাড়াও দফাগুলোর ব্যাখ্যা করছেন তিনি। কামাল হোসেনের সমর্থনে তাঁর কর্মী সমর্থকেরাও একই কাজ করছেন।তিনি রাজশাহী-৪(বাগমারা) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী তিনি। তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা সম্বলিত একটি বুকলেট তৈরি করেছেন বিএনপির নেতা। তাতে ৩১ দফা উল্লেখ করা ছাড়াও রয়েছে নিজের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত। রঙিন এই বুকলেট হাতে ও সঙ্গে নেতা-কর্মীদের নিয়ে ছুটে চলেছেন উপজেলার প্রত্যন্ত এলাকায়। তারেক রহমানের ৩১ দফা ঘোষণার পর থেকে তিনি তা বুকলেট আকারে ছাপিয়ে এই কাজ করছেন। প্রতিদিনই থাকছে তাঁর এই সাংগঠনিক তৎপরতা। এলাকা নির্দিষ্ট করে সেখানে নেতা-কর্মীদের নিয়ে পৌঁছে যাচ্ছেন। খেতখামার, বাড়ি বাড়ি, দোকানপাট,...