বিশ্ব হাত ধোয়া দিবস আজ ১৫ অক্টোবর ২০২৫। বিশ্বজুড়ে সংক্রামক রোগ প্রতিরোধে হাত পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরতে ২০০৮ সাল থেকে এদিনটি উদযাপিত হচ্ছে।দিবসটির এবারের প্রতিপাদ্য ‘It Might Be Gloves. It’s Always Hand Hygiene’ অর্থ্যাৎ ‘পরিষ্কার হাত, নিরাপদ জীবন’, ‘সংক্রমণ রোধে নিয়মিত হাত ধোয়া একটি শক্তিশালী অভ্যাস’।এর মাধ্যমে জানানো হয়েছে, গ্লাভস বা অন্য কোনো সুরক্ষা উপকরণ হাত ধোয়ার বিকল্প নয়, বরং হাত পরিচ্ছন্নতাই সংক্রমণ প্রতিরোধের মূল চাবিকাঠি। হাত ধোয়া হতে পারে ছোট অভ্যাস, কিন্তু এটি বড় সুরক্ষা। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, হাত ধোয়া একটি সাধারণ অথচ কার্যকর প্রতিরোধ ব্যবস্থা। পরিষ্কার পানি ও সাবান ব্যবহার করে অন্তত ২০ সেকেন্ড ধরে হাত ধুলে জীবাণুর সংক্রমণ অনেকাংশে রোধ করা সম্ভব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী, নিয়মিত হাত ধোয়া ডায়রিয়াজনিত রোগ ৪০ শতাংশ পর্যন্ত এবং শ্বাসকষ্টজনিত রোগ...