এফ. কে. ডলার পরিচালিত একক নাটক ‘তুমি আমার কে’। কিছুদিন আগে ইমু এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেল মুক্তি পায় নাটকটি। ইতোমধ্যে অনলাইনে সাড়া ফেলেছে এটি। নাটকটির উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন—ইমু শিকদার, সুজন হাবিব, লিটন সানজিদা মিলা, বাঁধন, খোরশেদ আলম প্রমুখ। দর্শকরা নাটকটি দারুণভাবে গ্রহণ করায় গণমাধ্যম কর্মীদের সঙ্গে ঘরোয়া এক আড্ডার আয়োজন করা হয়। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টায় মগবাজারের একটি রেস্তোরাঁয় এই আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নাটকটির প্রধান চরিত্র রূপায়নকারী ইমু শিকদার, লিটন সানজিদা মিলা, বাঁধন, খোরশেদ আলম। তাছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা সাব্বির আহমেদ, মুরাদ পারভেজ, শাহীন মৃধাসহ আরো অনেকে।আরো পড়ুন:প্রযোজক হিসেবে ফিরছেন ফারিণ‘আমাকে বাঁচান’, লাইভে সাহায্য চাইলেন অভিনেত্রী সানজিদা রিন্টু ‘আমাকে বাঁচান’, লাইভে সাহায্য চাইলেন অভিনেত্রী সানজিদা রিন্টু এ অনুষ্ঠানে নিজের কাজের অভিজ্ঞতা তুলে...