২০২৩ বিশ্বকাপে অসাধারণ বোলিংয়ের পর চোটের কারণে লম্বা সময়ের জন্য ছিটকে পড়েন শামি। দীর্ঘ পুনবার্সন শেষে ভারতীয় দলে ফেরেন তিনি গত ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে। সেই সিরিজে দুটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যান তিনি। প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে শিকার করেন ৫ উইকেট। সেমি-ফাইনালে ৩টি উইকেট নেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। তবে ফাইনালে ৯ ওভারে ৭৪ রান দেওয়ার পর থেকে আর জাতীয় দলে সুযোগ পাননি তিনি। এই সময়ে ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে ভারত, এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছে দেশের মাঠে এবং সীমিত ওভারের দুটি সিরিজ খেলতে এখন তারা আছে অস্ট্রেলিয়ায়। কিন্তু শামি খেলছেন রাজ্য দলে। শামিকে জাতীয় দলের বাইরে রাখা নিয়ে গত জুনে প্রধান নির্বাচক আজিত আগারকার ইঙ্গি দিয়েছিলেন ফিটনেসের দিকে।...